ঢাকাশনিবার , ৬ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘কিউলেক্স মশার উপদ্রব অনেক বেড়েছে’

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৬, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মশা এই মুহূর্তে সবচেয়ে বড় ‘থ্রেটেনিং’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।…

মেয়র আতিকুল ইসলাম বলেন, “এখন কিউলেক্স মশার উপদ্রব অনেক বেড়েছে। তাই আগামী ৮ মার্চ ডিএনসিসির সব কর্মকর্তা, মশক নিধনকর্মী, মশক নিধনের যন্ত্রপাতি, পরিচ্ছন্নতাকর্মী ডিএনসিসির মিরপুর-২ অঞ্চলে (অঞ্চল-২) নিয়ে যাওয়া হবে। তারপর সমন্বিত মশকনিধন অভিযান পরিচালনা করা হবে। এটি হবে অঞ্চলভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম।…”

শনিবার (৬ মার্চ) রাজধানীর বনানীতে শহীদ যায়ান চৌধুরী মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “একটি অঞ্চলে মোট ১ হাজার ৪০০ মশক নিধনকর্মী কাজ করবে। ১৬ মার্চ প্রথম দফা ক্র্যাশ প্রোগ্রাম শেষ হওয়ার পরে একদিন বিরতি দিয়ে আবার ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। একদল বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ থাকবেন। তারা ক্র্যাশ প্রোগ্রামটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না তা মনিটরিং করবেন এবং মশার কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা করবেন।”

Comments

comments