ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘মওদুদ আহমদের সুন্দর সেন্স অব হিউমার ছিল’ : সাবেক রাষ্ট্রপতি

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১৭, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘ব্যারিস্টর মওদুদ আহমদের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত এবং দু:খিত হয়েছি।’…

বি. চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। বেশিরভাগ সময়ে একপক্ষে রাজনীতি করেছি। তিনি জ্ঞানী মানুষ ছিলেন…, অত্যন্ত শিক্ষিত। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং দক্ষতা সত্যিই খুব ইমপ্রেসিভ ছিল। সেজন্য তিনি আমার বয়সে ছোট হলেও প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মওদুদ আহমদের সুন্দর সেন্স অব হিউমার ছিল। রাজনীতির জন্য তিনি এলাকার মানুষের অত্যন্ত কাছাকাছি তিনি পৌঁছেছিলেন। যারাই রাজনীতি করতেন তাদের সঙ্গে তার সখ্য…এবং বন্ধুত্ব ছিল। তার এই রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা বংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রভাব ফেলেছিল। তার চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যত সৃষ্টি করবে।’

তিনি আল্লাহর কাছে মরহুম মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

Comments

comments