ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দিনক্ষণ চূড়ান্ত করা হলো বাংলাদেশ গেমসের নবম আসর

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৬, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

২০২১ সালের এপ্রিলে আয়োজন কথা ছিল বাংলাদেশ গেমসের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এবারের গেমসের নাম দেয়া হয়েছিল ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’। যদিও করোনার দাপটে সব ভেস্তে যায়। ২০১৩ সালের পর প্রথমবারের মতো হতে চলা দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ স্থগিত হয়। তবে সুখবর হচ্ছে নতুন করে দিনক্ষণ চূড়ান্ত করা হলো। আগামী ১-১০ এপ্রিল বসবে বাংলাদেশ গেমসের নবম আসর।

শনিবার (১৬ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গেমসে খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক সাড়ে ৮ হাজার জন অংশ নেবেন।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনে ৩৯৬ সোনাসহ মোট ১ হাজার ৩৩৮টি পদক দেয়ার কথা রয়েছে।

এদিকে চলতি বছরে সেপ্টেম্বরে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিবে বাংলাদেশ। ১০-১৯ সেপ্টেম্বর পর্যন্ত তুরস্কের কেনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে ১৩টি ইভেন্টে।

অন্যদিকে ২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চায়নার হ্যাংজু শহরে বসবে ১৯তম এশিয়ান গেমস। আসরে ১৭ ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ।

Comments

comments